রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজশাহী ওয়াসা আবারও পানির দাম বাড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

লোকসানের বোঝা কমাতে আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। আয় ও ব্যয়ের সমন্বয় আনতে সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাজশাহী ওয়াসা। সর্বশেষ ১৩তম বোর্ডসভায় প্রাথমিকভাবে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী বোর্ডসভায় বিষয়টি উপস্থাপনের জন্য আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রাজশাহী ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে চাহিদা অনুযায়ী পানি উৎপাদন বৃদ্ধি করে মহানগরীতে সুষ্ঠুভাবে পানি সরবরাহ করে আসছে। পানি সরবরাহ করতে গিয়ে বর্তমানে রাজশাহী ওয়াসার পরিচালনা ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি ৪৪ লাখ টাকা। গ্রাহকের কাছে বিল অনুযায়ী আয় প্রায় ১৭ কোটি। এ ছাড়াও রাজশাহী ওয়াসায় বর্তমানে ৩টি প্রকল্প চলমান আছে। এসব প্রকল্প পরিচালনা, রাজশাহী ওয়াসার প্রাতিষ্ঠানিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে। এতে রাজশাহী ওয়াসার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় ক্রমাগত বাড়ছে। যার ফলে পানির দাম বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, রাজশাহী ওয়াসা দেশের মধ্যে সর্বনিম্ন দরে গ্রাহকের কাছে পানি সরবরাহ করছে। সরকারের অনুমোদনক্রমে বর্তমানে রাজশাহী ওয়াসার পানির দর আবাসিক প্রতি হাজার লিটার ৬.৮১ টাকা, বাণিজ্যিক ১৩.৬২ টাকা। যা গত ২০২২-এর ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর