রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্রে জলপ্রপাতে বাংলাদেশি তরুণীর মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বান্ধবীদের সঙ্গে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সিটির কাছে লেইক টাহো এলাকায় ‘ঈগল ফলসে’ জলপ্রপাত দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান বাংলাদেশি বংশোদ্ভূূত ইশরাত বিনতে আজিম ওরফে মিম (২৫)। ৪ জুলাই দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পর দিন তার লাশ পাওয়া যায় ওই জলপ্রপাত এলাকা থেকে মাইলখানেক দূরে স্টেট পার্ক সংলগ্ন নদীতে। ভার্জিনিয়া স্টেটের আলেক্সান্দ্রিয়া সিটির সুপরিচিত ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ হোসেনের মামা এ এফ এম আজিম এবং মামি নাসিমা আকতার খানমের মেয়ে মিম বিশেষ কৃতিত্বপূর্ণ রেজাল্টের মাধ্যমে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর ২০২১ সালে তথ্য-প্রযুক্তির রাজধানী হিসেবে পরিচিত সিলিকন ভ্যালিতে ‘টেকটন’-এ স্ট্যাটেজিক বিজনেস ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন এবং সেই সুবাদে সানফ্রান্সিসকোতেই বাস করছিলেন।

তার এই অকাল মৃত্যুর সংবাদে গোটা কম্যুনিটি শোকে আচ্ছন্ন। মোহাম্মদ হোসেন ৭ জুলাই জানান, মিমের জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় সময় শনিবার বাদ জোহর ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক সেন্টারে এবং এরপরই ‘অল মুসলিম অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।  মিম ছিলেন মা-বাবার দুই কন্যা সন্তানের কনিষ্ঠ এবং ব্যাচেলরের চার বছরের কোর্স তিনি সম্পন্ন করেছিলেন তিন বছরেই। তার ফুফাতো ভাই মোহাম্মদ হোসেন জানান, মিমের কর্মদক্ষতার সবাই প্রশংসা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর