রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং চাল-ডালসহ সব পণ্যের মূল্য কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে দলটির কেন্দ্রীয় সভাপতি ডা. এম এ সামাদ বলেন, ‘বর্তমান সরকার জনগণ নির্বাচিত নয়। ২০১৪ ও ২০১৮ সালে দুটি নির্বাচনে সরকার ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। আগামী সংসদ নির্বাচনেও ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে চাইছে।’ তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের আধিপত্যবাদ লুটেরা শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে। তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতা লিপ্সার কারণে তাদেরকে এই সুযোগ করে দিয়েছে। আমাদের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ দেশের জনগণ মেনে নেবে না।’

 তিনি বলেন, ‘অনির্বাচিত এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমরা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সহসাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, কেন্দ্রীয় সদস্য তারেক ইসলাম, গিয়াস উদ্দিন ভূঁইয়া, নারী নেত্রী নূর আফসানা নীপা প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর