সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কলহ আর হতাশায় বাড়ছে মৃত্যু

চট্টগ্রামে দুই মাসে অস্বাভাবিক মৃত্যু ছাড়িয়েছে ১৫০

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে কোরবানির গরু না পাঠানোয় মানসিক নির্যাতন করা হয় গৃহবধূ সুমি আকতারকে। নির্যাতন সইতে না পেরে ৩০ জুন আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় সুমির বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ শ্বশুর-শাশুড়ি এবং দেবরকে গ্রেফতার করে। শুধু সুমি নন, আত্মহত্যার প্ররোচনা কিংবা মানসিক অবসাদ থেকে দীর্ঘ হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর সারি। গত দুই মাসে চট্টগ্রামে এ ধরনের দেড় শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ্বের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘সম্প্রতি সময়ে সংঘটিত অস্বাভাবিক মৃত্যুর বেশির ভাগই হয়েছে পারিবারিক কলহের জের ধরে। আর এসব আত্মহত্যার নেপথ্যে প্ররোচনার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।’ সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘যত অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে তার বেশির ভাগই হচ্ছে আত্মহত্যাজনিত কারণে। আত্মহত্যার নেপথ্যে রয়েছে পারিবারিক কলহ কিংবা মানসিক অবসাদ।’ জানা গেছে, চট্টগ্রামে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক মৃত্যু। পারিবারিক কলহ, মানসিক নির্যাতন ও মানসিক অবসাদের কারণে ঘটছে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটনা। কিছু কিছু ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন কিংবা নিকটাত্মীদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগও উঠেছে। এসব প্ররোচনার ঘটনায় সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর ও জেলায় গত দুই মাসে দেড় শতাধিক অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। নগরীতে রেকর্ড হয় ৯৮টি অপমৃত্যু মামলা, যার মধ্যে জুন মাসে রেকর্ড হয় ৪৫টি এবং মে মাসে ৫৩টি। একই সময় জেলার বিভিন্ন থানায় ৫৯টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড হয়, যার মধ্যে জুন মাসে ২৭টি এবং মে মাসে ৩২টি মামলা রেকর্ড করা হয়। এসব ঘটনা ঘটেছে বেশির ভাগই পারিবারিক কলজের জের ধরে। বেশির ভাগই এর শিকার হচ্ছেন নারী। চট্টগ্রামের হাটহাজারী থানায় চলতি মাসে পাঁচ দিনের ব্যবধানে চারটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। এ অপমৃত্যুগুলোর কারণ নিয়ে হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘যে চারটি আত্মহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে দুটি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার নেপথ্য হোতাদের গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া বাকি দুটি ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর