সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রতারণার মাধ্যমে অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খাসজমি লিজের প্রলোভন দেখিয়ে ভূমিহীনদের কাছ থেকে অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগরের এরশাদনগর এলাকায় প্রতারণার শিকার ভুক্তভোগীরা গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ অভিযোগ করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন- এরশাদনগর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি লিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে শেখ রফিকুল আলমের নেতৃত্বে একটি চক্র প্রতারণা করে আসছে। তারা লিজের জন্য আবেদনের একটা কপি দিয়ে একেকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৩ থেকে ৫ লাখ টাকা। তারা প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাৎ করে। তাদের অভিযোগে, রফিকের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর