শিরোনাম
সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে নাটক ‘আগুনযাত্রা’

সাংস্কৃতিক প্রতিবেদক

তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের একজনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা নিয়ে নাটকের দল প্রাচ্যনাট মঞ্চায়ন করেছে তাদের দর্শকপ্রিয় প্রযোজনা ‘আগুনযাত্রা’। গতকাল সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হয় নাটকটি। ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানি রচিত ও শহীদুল মামুন অনূদিত নাটকটির নির্দেশনায় ছিলেন আজাদ আবুল কালাম। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় নিয়ে গবেষণা করেন উমা। এর সূত্র ধরে তিনি কমলা হিজড়ার হত্যার খবর পান। জানতে পারেন কমলাকে পুড়িয়ে হত্যার অভিযোগে আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আবদুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর