শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
বরিশাল বিশ্ববিদ্যালয়

গবেষণা চুরি ধরতে সফটওয়্যার চালু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্লাজিয়ারিজম চেকার সফটওয়্যার (Plagiarism Checker Software) চালু হয়েছে। উন্নত পাঠ কার্যক্রম নিশ্চিত করা, মানসম্মত ও উদ্ভাবনীসমৃদ্ধ গবেষণা কার্যক্রমের জন্য ইন্টারনেট ভিত্তিক লেখা নকল ও হুবহু সংযুক্তকরণ রোধে এই সফটওয়্যার চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ জানিয়েছে, ইন্টারনেটভিত্তিক গবেষণা চুরি ধরতে এই সফটওয়্যারটি প্রসিদ্ধ। এই সফটওয়্যার ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের নকল লেখা পরীক্ষণসহ বিভিন্ন অনিয়ম এবং অনৈতিক কার্যক্রম রোধ করা সম্ভব হবে। এই সফটওয়্যার ব্যবহারে উন্নত পাঠ কার্যক্রম এবং মানসম্মত উদ্ভাবনী গবেষণা কার্যক্রম নিশ্চিত করবে। এর ফলে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম বৃদ্ধিতে সক্ষম হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় এই সফটওয়্যারটির ফিডব্যাক স্টুডিও ভার্সন ব্যবহার করবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্ম, বিভিন্ন প্রজেক্ট পেপার, টার্ম পেপার এবং থিসিস পেপার নকল ও হুবহু কপি চেক করতে পারবে এবং তাদের কাজগুলো ওই সফটওয়্যারে সংরক্ষণ করতে পারবে। শিক্ষার্থীদের গবেষণার মান উন্নত হবে এবং গবেষণার প্রতি আগ্রহ বাড়বে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে এবং নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সালের সার্বিক সহযোগিতায় টার্নিটিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন হিসেবে এই সফটওয়্যার নিয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর