মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইবি ক্যাম্পাসে সাপ আতঙ্ক

রাকিব হোসেন, ইবি

ইবি ক্যাম্পাসে সাপ আতঙ্ক

দীর্ঘ ঈদের ছুটিতে ঝোপঝাড়ে ভরে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। এ কারণে বেড়েছে সাপের বিচরণ ও মশার উপদ্রব। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাসে সব জায়গায় দেখা মিলছে সাপ। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে বিরাজ করছে সাপ আতঙ্ক। কর্তৃপক্ষের অবহেলা ও নিয়মিত ঝোপঝাড় পরিষ্কার না করায় এমন অবস্থা হয়েছে বলে দাবি আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের। ঈদুল আজহার ছুটিতে ২৪ জুন ক্যাম্পাস বন্ধ হয়। তবে ক্যাম্পাসে আবাসিক শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবার অবস্থান করছে। ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার না করায় আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে ঝোপঝাড়ে ভরে গেছে। বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল এবং শেখ হাসিনা হলের আশপাশে ঝোপঝাড় বেশি বেড়েছে। ফলে রাস্তাসহ বিভিন্ন কক্ষে দেখা মিলছে সাপ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল, খালেদা জিয়া, বঙ্গবন্ধু হল পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে কয়েকটি সাপ মারা পড়েছে। ক্যাম্পাস বন্ধের আগে প্রশাসনিক ভবনের কর্মকর্তার কক্ষেও সাপ পাওয়া যায়। শিক্ষার্থী রবিন বলেন, ‘সাপের ভয়ে মাঠে খেলতে পারছি না। ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেও সাপের ভয়ে তটস্থ থাকেন শিক্ষার্থীরা।’ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার বলেন, ‘মেডিকেলের আশপাশেও ঝোপঝাড়ে পরিপূর্ণ। প্রথমে ভবনগুলোর আশপাশের জায়গা পরিষ্কার করতে হবে এবং ভবনগুলোয় বোতলে কার্বলিক এসিড রেখে মুখ খোলা রাখলে সাপের উপদ্রপ কমে যাবে। ’

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক শামছুল ইসলাম জোহা বলেন, ‘ঈদের বন্ধের আগে কার্বলিক এসিড দিয়েছিলাম, পুনরায় দিতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঝোপঝাড় পরিষ্কারের নির্দেশনা দিয়েছি।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর