মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে ফের মাথা চাড়া দিচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে প্রায় ১০ বছর অনেকটা নিশ্চুপ ছিল জামায়াতের নেতা-কর্মীরা। অনেকে আত্মগোপনেও ছিলেন। কিন্তু হালে দলটির নেতারা আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, এমন নেতারা এখন ঘন ঘন রাজশাহী আসছেন। চালাচ্ছেন নির্বাচনকেন্দ্রিক তৎপরতা। জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামে। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন বাজার, মোড়েসহ বৈদ্যুতিক পোল ও গাছে গাছে পোস্টার টানিয়েছেন। তাকে বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক কার্যক্রম চালাতে দেখা গেছে। বৃষ্টির মধ্যেও গোদাগাড়ীর গ্রাম্য এলাকায় কাদাপানি উপেক্ষা করে ঘুরে বেড়িয়েছেন। তানোর উপজেলার বিভিন্ন জায়গায় তিনি সভা করেছেন। এসব সভায় দলের মুজিবুর রহমান বক্তব্যও দিয়েছেন। ১৯৮৬ সালের নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর আর নির্বাচন করেননি। গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নুমায়ুন আলী বলেন, তারা আসনটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এখনো সমাবেশ বা সভা না করলেও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন লাগিয়েছেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাজেদুর রহমানকে প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে অনানুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতে ইসলামীর শুরা সদস্য আশরাফুল আলম ইমন তার ফেসবুক পেজে মাজেদুর রহমানকে ওই আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। অধ্যাপক মাজেদুর রহমান জানান, জামায়াত নির্বাচনে এলে তিনি রাজশাহী-৩ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সাংগঠনিক কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. ওবাইদুল্লাহ বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে আমাদের দল নির্বাচন করার চিন্তাভাবনা করছে। দল থেকে কোন আসনে কে প্রার্থী হতে পারেন, তার একটা প্রাথমিক তালিকা আছে। সেভাবে সাংগঠনিক কার্যক্রম চলছে। দীর্ঘদিন পর নির্বাচনী মাঠে গণসংযোগ ও সভা করায় জনগণ ও নেতা-কর্মীদের মাঝে অনেক উচ্ছ্বাস দেখা গেছে। জনগণ মুখিয়ে আছে আমাদের দিকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর