মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পি কে হালদারের বান্ধবী নাহিদার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাইকে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বিচারিক আদালতে দেওয়া জামিন স্থগিত করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি নাহিদা রুনাইকে জামিন দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। এরপর রবিবার বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০২১ সালের ২৫ জানুয়ারি নাহিদার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা। এ মামলায় পি কে হালদার এক নম্বর আসামি। ২০২১ সালের ১৬ মার্চ রাজধানীর মতিঝিল থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম ইন্টারন্যাশনাল লিজিংয়ের তৎকালীন ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে গ্রেফতার করে। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর