শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সিলেট-তামাবিল মহাসড়কে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-তামাবিল মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন গতকাল সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু করে। ফলে দিনভর ওই মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। শুক্রবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় বাস চাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হন। ওই দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করে জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার একাংশ নিয়ে গঠিত ১৭ পরগণার পঞ্চায়েত ক্ষুব্ধ হয়ে ওঠে। সভা করে তারা ওই সড়কে চলাচলকারী বাসচালকদের লাইসেন্স পরীক্ষা এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে বাস চলাচল বন্ধের দাবি জানান। রবিবার তারা ওই সড়কে বাস চলাচলে বাধাও দেন। এতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। ১৭ পরগণা পঞ্চায়েতের এই সিদ্ধান্ত বাতিল, বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের গ্রেফতার দাবিতে বাস ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা।

জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ রবিবার বলেন, ‘সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মিনিবাস চলাচল করতে পারবে না। তবে অন্য যে কোনো যানবাহন স্বাভাবিকভাবেই চলবে। দুর্ঘটনায় পাঁচজন মারা গেলেও পরিবহন শ্রমিকরা ন্যূনতম দুঃখ প্রকাশও করেননি।’

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, ‘সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মিনিবাস চলাচল করেনি। আজ ওই মহাসড়কে কোনো যানবাহন চলাচল করবে না। মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে বুধবার থেকে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর