শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শাবিতে মোবাইল ছিনিয়ে নেওয়া দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। গতকাল আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন সিলেট মহানগরের জালালাবাদ থানার (শাবি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) নাজিরেরগাঁও দিঘিরপাড়ের শাহানুর মিয়ার ছেলে সুজন আহমেদ (২১) ও টুকেরবাজার এলাকার শাহপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মইনুল ইসলাম (১৯)। সিলেট মহানগর পুলিশ জানায়, শাবির পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী রবিবার রাত ৮টার দিকে হেঁটে ক্যাম্পাসের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারী সুজন ও মইনুল ওই ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে আশপাশে কর্তব্যরত নিরাপত্তাপ্রহরীরা ছিনতাইকারীদের ধাওয়া করে সিরাজুন্নেছা চৌধুরী হলের পেছনের জঙ্গল থেকে আটক ও মোবাইল ফোন উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর