শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ৮ জেলায় ৩৯ ডেঙ্গু রোগী নগরীর তিন স্থানে এডিস মশার লার্ভা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশনের তিন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এডিস মশা নির্মূলে গতকাল থেকে সিটি করপোরেশন চিরুনি অভিযান শুরু করেছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত ৮৬ ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩৯ রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রমেক হাসপাতালে ১২ জন রয়েছেন। লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২, নীলফামারীতে ৫, গাইবান্ধায় ৩, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৩ এবং পঞ্চগড়ের হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন। ৪ জুলাই রমেক হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী মারা গেছেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গতকাল সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার উৎপত্তিস্থল অনুসন্ধানে অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা, স্থাস্থ্য বিভাগের প্রধান ডা. কামরুজ্জামান তাজ ওই দলে ছিলেন। নগরীর কেরানীপাড়া, পর্যটন মোড়ের তিন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। দুটি নির্মাণাধীন ভবন ও একটি মোটরগাড়ির ওয়ার্কসপে এই লার্ভা পাওয়া যায়। এ সময় জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে এক রোগীর স্বজন বলেন, ডেঙ্গু রোগীদের আলাদা চিকিৎসা দেওয়া হলে ভালো হতো।

তবে হাসপাতালে পরিচালক ডা. ইউনুস আলী বলেছেন, আপাতত আলাদা ওয়ার্ডের প্রয়োজন নেই।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু হানিফ বলেন, ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই বাইরে থেকে আক্রান্ত হয়েছেন। রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রধান ডা. কামরুজ্জামান তাজ বলেন, গতকাল ৮-৯টি স্থানে অভিযান চালিয়ে তিন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর