মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে কাভার্ডভ্যানের ধাক্কায় হিরণ হালদার (২৫) নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী নিহত এবং আহত হয়েছেন রিকশাচালক। গতকাল ভোর ৪টায় মতিঝিল এজিবি কলোনির পাশে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। হিরণ ভোলার তমিজউদ্দীন উপজেলার চর জহুরউদ্দিন গ্রামের মৃত মঞ্জু হালদারের ছেলে। প্রথমে গুরুতর আহত অবস্থায় রিকশাচালক ও আরোহীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিকশার আরোহী হিরণকে সকাল ৬টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মতিঝিল থানার এসআই অনিল চন্দ্র রায় বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার আটক রয়েছেন। জানা গেছে, হিরণ রাতে গ্রামের বাড়ি ভোলা থেকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসছিলেন। সদরঘাটে লঞ্চ থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় রামপুরায় যাচ্ছিলেন। পথে মতিঝিলে তাদের রিকশাটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এদিকে রবিবার রাতে রূপনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। রূপনগর থানার এসআই মোরশেদ আলম জানান, রবিবার রাতে রূপনগর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই কয়েকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত ঘোষণা করা হলে তারা আবার লাশ নিয়ে ঘটনাস্থলে রেখে আসে। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

তবে ওই ব্যক্তি ভাসমান অবস্থায় ঘোরাফেরা করত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর