মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : চুন্নু

নাটোর প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাদের প্রতি আর কোনো আস্থা নেই। দেশের মানুষ এই দুটি দলকে পছন্দ করে না। তাদের আর ক্ষমতায়ও দেখতে চায় না। দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রতিটি নেতা-কর্মীকে সেভাবেই কাজ করতে হবে। গতকাল নাটোর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুল হক চুন্নু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লোকজন কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। বিএনপির আমলে তারা বিদ্যুতের জন্য মানুষকে হত্যা করেছে। মুখে উন্নয়নের কথা বললেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করেনি।  নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া নাটোর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা। দীর্ঘ ২১ বছর পর নাটোর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর