শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দিলু রোডে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক

গত রাতে রাজধানীর দিলু রোডে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে জাকির হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি স্থানীয় নিরাপত্তারক্ষী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ইস্কাটন দিলু রোডের সামনে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। লাল স্কচটেপে মোড়ানো ককটেলটি রাস্তার ওপর পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত পথচারী জাকির হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ওসি আবদুর রশিদ জানান, মগবাজার ফ্লাইওভারের বাংলামোটর প্রান্ত থেকে কে বা কারা দুটি ককটেল ছুড়ে মারে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

পুলিশের ডিসি আজিমুল হক বলেন, স্কচটেপ প্যাঁচানো অবস্থায় একটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে দেখবে সেটি বোমা কি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর