বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শাহজালালে ইয়াবাসহ দুই যাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। তারা হলেন আবদুল মান্নান খান ও নাহিদ শিকদার। সোমবার গ্রেফতার দুই যাত্রীর কাছ থেকে পাচারের উদ্দেশ্যে বহন করা ২ হাজার ৩৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানান এএপির অতিরিক্ত এসপি মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, ‘গ্রেফতার দুই যাত্রী সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নভো এয়ারের ভিকিউ-৯৩৬ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। এ সময় আমাদের গোয়েন্দা টিম নাহিদকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি এলাকা এবং আবদুল মান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় ১ নম্বর আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। এএপির অফিসে নি?য়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এ সময় যাত্রী আবদুল মান্নান তার প্যান্টের পকেট থেকে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। নাহিদ প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন, তার কাছে ১ হাজার ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।’

এএপির কর্মকর্তা জিয়া বলেন, এর আগে ২০২০ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানা পু?লি?শের অভিযানে নাহিদ ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তার নামে মামলা চলছে। দুই যাত্রীই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা এবং দুজনই একই (ভিকিউ ৯৩৬) ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তবে তাদের মধ্যে কোনো প্রকারের যোগাযোগ বা যোগসাজশের কথা তারা অস্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর