বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ তৈরি চক্রের দুই হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার সন্ধ্যায় মহানগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মোল্লাপাড়ার আনিছুর রহমান ওরফে রেজাউল করিম (৬৬) ও কোর্ট বুলনপুরের শেখ রেজওয়ানুল করিম সাকিন। র‌্যাব তাদের কাছ থেকে ১৪টি মুক্তিযোদ্ধার ভুয়া সনদ, ১৫টি ফাঁকা সনদ, ২ হাজার ৫৪৮টি বাংলাদেশি স্ট্যাম্প, পাকিস্তানি বিভিন্ন টাকার স্ট্যাম্প ৮৩৩টি, ভারতীয় স্ট্যাম্প ২৫৩টি, জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও পদবি সংবলিত ভুয়া সিল ২০৫টি উদ্ধার করেছে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ভুয়া দলিল দস্তাবেজ তৈরি করে আসছিলেন। সে সুকৌশলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করত এবং মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহৃত অস্ত্র জমা দেওয়ার ‘জয় বাংলা’ লেখা সনদও প্রস্তুত করে দিত। গোয়েন্দা তথ্যেরভিত্তিতে খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর