বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় ৪৮২ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে এসে ভিড়েছে বিদেশি জাহাজ। গতকাল বিকালে রাশিয়ার পতাকাবাহী এমভি মার্গারেট নামের জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে  নোঙর করে। সন্ধ্যা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এসব পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে গত ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে জাহাজটি। গতকাল বিকালে রাশিয়ান পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। সন্ধ্যা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এসব পণ্য খালাস কাজ শুরু হয়েছে। জাহাজটি থেকে ১৮৩ প্যাকেজের ইলেকট্রিক্যাল ও মেশিনানি পণ্য খালাসের কাজ শেষ করতে ৪৮ ঘণ্টা লাগবে। বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে জাহাজটি। পণ্য খালাস করে এসব পণ্য নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর