বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আমেরিকা ভিসা দেয়নি এটা মিথ্যা : সালমান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা তাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে এটা মিথ্যা কথা। তিনি বলেন, ‘আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।’ গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ‘যারা নির্বাচন হতে দেবে না তাদের লিস্ট মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ।’ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, দলের জাতীয় পরিষদের সদস্য বাতেন মিয়া প্রমুখ। সালমান এফ রহমান বলেন, নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই। নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নোংরাভাবে হস্তক্ষেপ করছে। মুক্তিযুদ্ধের পরাশক্তিরা বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। মির্জা আজম বলেন, বিএনপির আন্দোলন-আন্দোলন খেলা নতুন নয়। তারা দীর্ঘদিন ধরেই এই আন্দোলনের হুমকি দিয়ে আসছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে তাদের কোনো হুমকিই কাজে আসবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর