বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতির দায়ে স্ত্রীসহ গণপূর্তের প্রকৌশলী উৎপলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মাধ্যমে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার মামলায় গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া পৃথক আরেক মামলায় উৎপল দের বিরুদ্ধে আরেকটি চার্জশিট হয়েছে। গতকাল দুদকের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আরিফ সাদেক এসব তথ্য জানিয়েছেন। দুদকের তদন্তে জানা যায়, উৎপল কুমার দে ও গোপা দে দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন। একই সঙ্গে এসব সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্তান্তর করা হয়; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া গোপা দের নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পাওয়া যায়। তদন্তে দেখা যায়, সরকারি কর্মচারী হয়েও উৎপল কুমার দে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ২০২০ সালের ৫ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়। মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর