বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৩ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও আইবিসির চেয়ারম্যান শাজাহান খান। আইবিসির সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। শাজাহান খান বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যুক্তিসংগত। আর মজুরি বৃদ্ধির মেয়াদ পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার কারণে সরকার ইতোমধ্যে আরএমজি সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রথম পদক্ষেপ হিসেবে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব। আশা করি শিগগিরই মজুরি বৃদ্ধির ঘোষণা আসবে।

কুতুব উদ্দিন আহমেদ বলেন, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত। তাই শ্রমিকদের জন্য বাসস্থান, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমঘন এলাকায় হাসপাতাল নির্মাণ, নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীতকরণ, গ্রাচ্যুইটি প্রভিডেন্ট ফান্ড চালুকরণের দাবি জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর