শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভারতমুখী রংপুরের রোগী

প্রতি মাসে যাচ্ছেন তিন হাজারের বেশি অসুস্থ মানুষ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মাহিগঞ্জে ভারতীয় ভিসা সেন্টার। এই ভিসা সেন্টার থেকে প্রতিদিন আড়াই শ থেকে ৩০০ ভিসা দেওয়া হয়। এর অর্ধেকই হচ্ছে চিকিৎসা ভিসা। প্রতিদিন চিকিৎসার জন্য রোগীদের ভারতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেশে ঠিকমতো চিকিৎসা না পাওয়া এবং আস্থাহীনতার কারণে ভারতে চিকিৎসা নেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে বলে সচেতন মহল মনে করছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দেশে পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। দেশের স্বাস্থ্য বিভাগ সম্পর্কে নেতিবাচক প্রচারণায় অনেকে বিদেশে যাচ্ছেন। মাহিগঞ্জ এলাকার বাবলু নাগ হার্টের সমস্যায় ভুগছেন। এই সমস্যা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন একাধিকবার। ডাক্তার রেফার্ড করেছিলেন ঢাকায়। কিন্তু তিনি ঢাকা না গিয়ে কলকাতায় চিকিৎসা করান। তিনি একাধিকবার চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। তার মতো দেশের অনেকেই ভারতে চিকিৎসা নিতে যান। রংপুর ভিসা সেন্টার সূত্রে জানা গেছে, রংপুর সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২৫০ থেকে ৩০০ জনকে ভারতে যাওয়ার ভিসা দেওয়া হয়। এর মধ্যে চিকিৎসা ভিসা থাকে এক থেকে দেড় শ জনের। প্রতিদিন গড়ে এক থেকে দেড় শ জন চিকিৎসা ভিসা নিয়ে ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই, ভেলর ইত্যাদি এলাকায় যান। ভারতীয় ভিসা সেন্টারের তথ্য মতে প্রতি মাসে কম পক্ষে ৩ হাজার মানুষ রংপুর ভিসা সেন্টার থেকে ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাতে যান। এসব রোগী লালমনিরহাটের বুড়িমারী, যশোরের বেনাপোল, দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধাসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছেন। মাহতাব ভিসা সেন্টারের স্বত্বাধিকারী মাহতাব হোসেন জানান, মাহিগঞ্জে ৪৮-৫০টি ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে। রংপুর থেকে ভিসা সেন্টার চালুর পর ভিসা পাওয়া অর্ধেক মানুষই চিকিৎসা করাতে যান। রংপুর অঞ্চলে এক বছরে কমপক্ষে এক লাখের বেশি রোগী ভারতীয় চিকিৎসা নিয়ে থাকেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতার বিষয়ে কথা হয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ বি এম আবু হানিফের সঙ্গে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে। হাসপাতালগুলোতে প্রচুর মানুষ স্বাস্থ্য সেবা নিচ্ছেন। ওপেন হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্টসহ অনেক উন্নত চিকিৎসা সেবা দেশেই রয়েছে। অনেকে দেশি চিকিৎসা সম্পর্কে নেতি বাচক প্রচারণা চালাচ্ছেন এবং দেশের অভ্যন্তরে বিদেশের চিকিৎসকদের অনেক এজেন্ট রয়েছে।

তারাও রোগীদের বিদেশে যাওয়ার জন্য প্রভাবিত করছেন। এসব কারণে বাইরে রোগী যাওয়ার প্রবণতা বাড়ছে। তবে এমন এক সময় আসবে যখন কেউ আর চিকিৎসার জন্য অন্য দেশে যাবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর