বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৮-১০ সেপ্টেম্বর ঢাকায় এশিয়া প্যাসিফিক শান্তি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

আসছে সেপ্টেম্বরে ঢাকায় এশিয়া-প্যাসিফিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। গতকাল সংগঠনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া এবং সমগ্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৃহৎ শক্তিগুলো এ সময়ে যেভাবে অস্ত্র এবং যুদ্ধের মহড়া শুরু করেছে তাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা, শান্তি, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিপন্ন হয়ে পড়েছে। এ বিবেচনা সামনে রেখে ৮-১০ সেপ্টেম্বর, ২০২৩ ঢাকায় এশিয়া-প্যাসিফিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্মেলনে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ৪০টি দেশ থেকে বিশ্ব শান্তি পরিষদের সদস্য সংগঠনের নেতারা অংশ নেবেন। সম্মেলনে দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে একটি আন্তর্জাতিক সেমিনার এবং বিশ্ব শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর একটি সভাও অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করার লক্ষ্যে দেশের প্রবীন রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ইতোমধ্যে একটি জাতীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান, যথাক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এবং রাশেদ খান মেনন এমপিকে কো-চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরীকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট একটি জাতীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যথাক্রমে বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক মুনতাসীর মামুন, মো. শাহ আলম, অ্যাডভোকেট এস এম এ সবুর, শরীফ নুরুল আম্বিয়া, হারুন অর রশিদ, ডা. শাহাদাত হোসেন, শওকাত হোসেন, মেজর (অব.) সামসুল আরেফিন, অ্যাম্বাসাডর মমতাজ হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইসমাইল হোসেন, আসলাম খান, আবদুর রহমান বাহাদুর, জাহাঙ্গীর আলম ফজলু, মোস্তফা আলমগীর রতন, সাইফুর রহমান রবিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর