বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। আগের দিন দরপতনে থেকে বের হয়ে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯১টির। এ ছাড়া ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। সবকয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ১৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৫০ লাখ টাকা। ঢাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৭০ কোটি ২৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ৪৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার। ৩১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লুব রেফ বাংলাদেশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১২ কোটি ৩৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর