বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জামিনসংক্রান্ত মামলা নিষ্পত্তিতে এক দিনের জন্য পাঁচ বিশেষ বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন জামিন (ধারা ৪৯৮) সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করতে একদিনের জন্য পাঁচটি বিশেষ দ্বৈত বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ (বৃহস্পতিবার) বেলা ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত এসব বেঞ্চে বিচারকাজ চলবে। গত বছর পর্যন্ত জমে থাকা ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার (জামিন সংক্রান্ত) মামলার শুনানি ও নিষ্পত্তি হবে এসব বেঞ্চে।

গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়েছে। বিশেষ পাঁচ বেঞ্চ হচ্ছে- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর