বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে ২৫ লাখ টাকার ফেসওয়াশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আমতলায় রয়েল টাওয়ারের একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদনহীন ফেসওয়াশ জব্দ করেছে জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে গতকাল এসব পণ্য জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় অবৈধ পণ্য মজুদের দায়ে ওই গোডাউনের ম্যানেজার জামিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রয়েল টাওয়ারের ওই গোডাউনে ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ মজুদ করা হয়েছিল। ফেসওয়াশগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিমালয়া কোম্পানির নাম এবং ঠিকানা বিসিক শিল্পাঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোয় বিএসটিআইয়ের কোনো লোগো ছিল না। হিমালয়ার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি জানান, ফেসওয়াশগুলোকে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্য বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। এ ছাড়া বাংলাদেশে উৎপাদিত সব পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। এসব অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর