বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের এক সহকারী নির্বাহী প্রকৌশলীর প্রায় ৪০ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই প্রকৌশলী হলেন মো. শামসুল হক। বাড়ি কুষ্টিয়ার কোর্টপাড়ায়। তার বিরুদ্ধে মঙ্গলবার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ একটি মামলা করেছেন দুদকের উপপরিচালক জেসমিন আক্তার। গতকাল দুদক সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ মার্চ অবসর নেন শামসুল হক। এর আগে ২০১৭ সালের ১৮ জুন তার সম্পদ বিবরণীর জন্য নোটিস জারি করা হয়। তিনি তার সম্পদ বিবরণীতে বলেছেন, ৩৮ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর এবং ২০ লাখ ৩১ হাজার ৪৪৮ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। তিনি তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৫৯ লাখ ২৪ হাজার ৪৪৮ টাকার।

অথচ যাচাই করে দেখা গেছে তার সম্পদের পরিমাণ ৬৫ লাখ ৫৯ হাজার ৪১০ টাকার। একই সময়ে তিনি তার পারিবারিক ব্যয় দেখিয়েছেন ২১ লাখ ১৫ হাজার ৫২০ টাকা। অর্থাৎ তার পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদ ৮৬ লাখ ৭৪ হাজার ৯৩০ টাকা। এর বিপরীতে তিনি চাকরি থেকে প্রাপ্ত বেতন-ভাতা ও গৃহসম্পত্তি আয়সহ মোট ৪৭ লাখ ৫৪ হাজার ২১১ টাকার আয় দেখিয়েছেন। তবে তিনি ৩৯ লাখ ২০ হাজার ৭১৯ টাকা আয়ের উৎস দেখাতে পারেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর