বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি সামান্য বাড়বে আজ আগামী সপ্তাহে লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব বিভাগেই আজ বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। কাল থেকে এর তীব্রতা আরও বাড়বে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সামনের সপ্তাহের দ্বিতীয় ভাগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাতের আভাস রয়েছে। শুক্রবার থেকে এর তীব্রতা কিছু বাড়তে পারে। চলতি মাসের ১৮-১৯ তারিখে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাসের কথা জানিয়ে তিনি বলেন, এটি পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আজ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এমনটা হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর