বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নর্থ সাউথের সমাবর্তনে ডিগ্রি প্রদান ৭ হাজার গ্র্যাজুয়েটকে

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। গতকাল রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সমাবর্তন বক্তা ছিলেন ভারতের পরিকল্পনা কমিশনের সাবেক ডেপুটি চেয়ারম্যান এবং সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের ফেলো মন্টেক এস আহলুওয়ালিয়া। নর্থ সাউথের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ট্রাস্টের সদস্য জুনায়েদ কামাল আহমদ, ইয়াসমিন কামাল ও শাহরিয়ার কামাল উপস্থিত ছিলেন।

 স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক মার্শাল শায়লা জোয়ার্দার স্বাগত বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবিক গুণাবলীসম্পন্ন মানবসম্পদ উন্নয়নে নিবেদিত। আমাদের সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়েগুলোয় শিক্ষার্থীদের গবেষণার বেশি সুযোগ দিতে হবে। সে জন্য দেশের চলমান শিল্প খাতগুলোকেও এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর