শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজশাহী অঞ্চলে এবার সাড়ে ১১ লাখ মেট্রিক টন আম উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী অঞ্চলের চার জেলায় এবার আম উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টন। যা দেশের সুস্বাদু আমের ৭০ ভাগ। বাণিজ্যের আশা সাড়ে ৭ হাজার কোটি টাকা। আর বিদেশে রপ্তানির টার্গেট আড়াই হাজার মেট্রিক টন। সরবরাহ বাড়ায় বিগত বছরগুলোর মতো কাক্সিক্ষত দাম পাননি বাগান মালিকরা। তবে বাড়তি ফলনের কারণে লাভের মুখ দেখছেন তারা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, ২০২১ সালে রাজশাহী জেলায় আমের আবাদ হয় ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। ওই বছর মোট উৎপাদন আসে ২ লাখ ১৪ হাজার ৪৮৩ মেট্রিক টন আম। গেল বছর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির আমবাগানে আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। আর চলতি মৌসুমে রাজশাহীতে মোট ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৪৫০ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসাব মতে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোরের প্রায় ৯৩ হাজার হেক্টর জমির বাগানে সাড়ে ১১ লাখ মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয়েছে। প্রথমবারের মতো আড়াই হাজার মেট্রিক টন আম রপ্তানির পাশাপাশি সাড়ে ৭ হাজার কোটি টাকার বাণিজ্যের আশা তাদের।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ বলেন, রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে। এতে লাভবান আম বাণিজ্য সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর