শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রথমবারের মতো হবে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক

দেশের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নে জনসচেতনতা বাড়াতে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড’। পরিবেশ বিজ্ঞান স্নাতকদের নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি’ এ অলিম্পিয়াড আয়োজন করবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশবিদ সোসাইটির শিক্ষা ও পেশাগত উন্নয়নের পরিচালক এফ এম আশরাফুল আলম। তিনি জানান, এই অলিম্পিয়াডে আঞ্চলিক পর্যায়ে অনলাইনে প্রতিযোগিতা হবে ২১ জুলাই। রাজধানীর আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। এতে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন (https://forms.gle/QAiMC6frUKxTuvpk9) করতে হবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এই নিবন্ধন করা যাবে।

এই সংবাদ সম্মেলনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের, প্রশাসন ও অর্থের পরিচালক শেখ আবু জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর