শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শূন্যপদ পূরণ, শিক্ষক সংকট নিরসনসহ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। কর্মসূচি অনুযায়ী প্রতি রবি ও বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব সিরাজুল ইসলাম। এ সময় ১৭ জুলাই থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসব্যাপী আন্দোলনের এ কর্মসূচি চলবে বলে জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারীর শূন্যপদ পূরণ, শিক্ষক সংকট নিরসন, স্থায়ীকরণ, পদোন্নতির আশ্বাস দেওয়া হলেও এসব সমস্যার কোনো সমাধান হয়নি। ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ ও বিএনবিসি ২০২০ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তা-ও বাস্তবায়ন হয়নি। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের আহ্বায়ক মির্জা এ টি এম গোলাম মোস্তফা। এ সময় যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুছসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর