শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইউজিসি প্রফেসর হলেন দুই গবেষক

নিজস্ব প্রতিবেদক

দেশের দুজন গবেষককে ‘ইউজিসি প্রফেসরশিপ ২০২২’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নিয়োগপ্রাপ্তরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের প্রফেসর ড. আফতাব আলম খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে এ দুই গবেষক দায়িত্ব পালন করবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর