শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আইন বাস্তবায়ন হলে তামাকের ব্যবহার কমবে

নিজস্ব প্রতিবেদক

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তা বাস্তবায়ন হলে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল, সিঙ্গেল স্টিক সিগারেট/বিড়ি ও ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ হবে। তামাক বিক্রি স্থলে তামাকপণ্যের প্রদর্শনী ও তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধ হবে। প্রস্তাবিত খসড়া আইনটি দ্রুত পাস ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের নেতারা। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল উন্নয়ন সমন্বয়ের আয়োজনে সংশোধিত ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের দাবিতে নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা এ দাবি জানান। উন্নয়ন সমন্বয়ের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান সংলাপে সভাপতিত্ব করেন। উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক, বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী এবং সহযোগী অধ্যাপক সৈয়দ নঈমুল ওয়াদুদ আলোচনায় অংশ নেন।

আলোচকরা বলেন, এ আইনটি শক্তিশালী করা গেলে একদিকে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবেন। অন্যদিকে আগামী প্রজন্মের নাগরিকদের তামাকপণ্য ব্যবহারের আশঙ্কাও উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর