শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এডিস মশার উৎস ধ্বংসে ৭৬ শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান

নিজস্ব প্রতিবেদক

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে গতকাল বাংলাদেশ সচিবালয়সহ ৭৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ ছাড়া ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি এক নম্বর অঞ্চলের ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ২৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় সর্বমোট ৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএসসিসি জানায়, বাংলাদেশ সচিবালয়সহ, মসজিদ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মার্কেট ইত্যাদি ৩৯ গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা এবং ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীসহ স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া করপোরেশনের আওতাধীন কলাবাগান, লেক সার্কাস, মতিঝিল, ফকিরাপুল, লালবাগ, ইমামগঞ্জ, চাম্পাতলী, ওয়ারী, খিলগাঁও, মান্ডা ও ডেমরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন।

 এ সময় ‘এনভয় টাওয়ার’ ও ‘আকাক্সক্ষা সবুরণ টাওয়ার’ এর বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা করে উভয় কর্তৃপক্ষকে জরিমানা করেন। এ ছাড়া অঞ্চল-২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর অঞ্চলে পরিচালিত অভিযানে ২৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর