রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রার্থী রশিদ পথঘাট চেনেন না তবুও স্বপ্ন আইনমন্ত্রী হওয়ার

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন

আজহার মাহমুদ, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশিদ মিয়া। বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। দলীয় প্রতীক ‘ছড়ি’ তাঁর। চট্টগ্রামে দলটির তেমন নেতা-কর্মী নেই। তাই প্রচারণায় নেমে রশিদ নিজেই লিফলেট বিতরণ করছেন। এর আগে কয়েকবার চট্টগ্রামে এলেও নির্বাচনী এলাকার পথঘাট ভালো করে চেনেন না। তবু স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রচারণায় তাকত আনতে সচেষ্ট এই প্রার্থী। অন্য প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা চালালেও রশিদ একা হাঁটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভিন্ন জেলা থেকে নির্বাচনে অংশ নিতে আসা এ প্রার্থীকে নিয়ে ভোটারদের আগ্রহের কমতি নেই। প্রত্যেক ভোটারের কাছে অন্তত দুবার করে পৌঁছাতে চান রশিদ। অলিগলি, চায়ের দোকান কিংবা ঘরবাড়ি সব জায়গায় প্রচারণায় ব্যস্ত তিনি। প্রচার চালাতে গিয়ে কাউকে কাউকে জুস, চকোলেটও কিনে দিচ্ছেন এ প্রার্থী। শুক্র ও শনিবার নয়াবাজার, পাহাড়তলী, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন রশিদ। জানতে চাইলে তিনি বলেন, ‘এখানকার (চট্টগ্রাম) মানুষ অনেক ভালো। আমাকে সহজে আপন করে নিয়েছে। আমি অনেক দূর থেকে এখানে এসেছি। ঘুরে ঘুরে ভোট চাইছি। মানুষ এলাকার সমস্যার কথা বলছে। আমি পাস করব, এটা আমার বিশ্বাস। আর সংসদে যেহেতু একা যেতে হবে, তাহলে ভোট চাইতে একা যাওয়া দোষের কিছু না।’ আলাপকালে এই প্রার্থী জানান, তিনি দিরাই উপজেলার চি পুর গ্রামের হাজী আবদুল করিমের ছেলে। ২০২০ সালে দিরাই পৌরসভা নির্বাচনে প্রার্থী ছিলেন, পেয়েছিলেন ১৩৫ ভোট। ঢাকা-১৭ আসনেও তার প্রার্থী হওয়ার আগ্রহ ছিল। দল চায়নি বলে হননি। আগের নির্বাচনে কম ভোট পাওয়া নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। বরং দেশের তরুণ ও সুশীল সমাজের মধ্যে নির্বাচন ও রাজনীতি নিয়ে যে অনীহা সৃষ্টি হয়েছে, তার নিরসন ঘটাতে চট্টগ্রামে নির্বাচন করতে এসেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর