রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করবে না : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি হাস্যকর। বিএনপি এবং অন্য বিরোধী দলসহ যারা এ দাবি করছে, তাদের আশা দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচিত সরকার কোনো দিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। টাঙ্গাইলে গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, তারা দাবি করতে পারে, কীভাবে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়; যা নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশনকে আমরা সবাই সহযোগিতা করব। সংবিধানের বাইরে কিছুই করার সুযোগ নেই। পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক দিনে ১ লাখ গাছের চারা রোপণ অনুষ্ঠান উদ্বোধন করেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ বিশেষ অতিথি ছিলেন। এরপর তিনি পৌর উদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন। সূত্র জানান, এক দিনে ১ লাখ গাছের চারা রোপণের টার্গেট নিলেও এদিন ১ লাখ ৩৪ হাজার ৬০০-এর বেশি গাছ লাগানো হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর