রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ২২ জুলাই ১০ দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গতকাল জামায়াতের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। সিএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আবেদনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।’ জানা যায়, জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সিএমপি কমিশনার কার্যালয়ে যান। এ সময় কার্যালয়ের মূল ফটকের কাছে বিশ্রামাগারে তাদের বসতে দেওয়া হয়। পরে দুজন প্রতিনিধিকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। চট্টগ্রাম  জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কবীর হোসেন ও অ্যাডভোকেট শামসুল আলম আগামী ২২ জুলাই সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন নিয়ে সিএমপি কমিশনার কার্যালয়ে যান।

 পরে অ্যাডভোকেট শামসুল আলম বলেন, ‘সমাবেশের অনুমতি চেয়ে সিএমপি কমিশনারের বরাবর আবেদন করা হয়েছে। এখন আমরা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর