সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সূচক লেনদেনে বড় উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৬১টির। আর ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে। সব কটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৫০ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৮২ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার।কোম্পানিটির ৬৮ কোটি ১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ বাংলাদেশের ৫৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। দাম কমেছে ৫৩টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৪ কোটি ৪১ লাখ টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর