সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হাসানাত, মহাসচিব ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হাসানাত, মহাসচিব ফয়জুল্লাহ

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সম্মেলন অনুষ্ঠিত হয় -বাংলাদেশ প্রতিদিন

প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের সম্মেলনে নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। মাওলানা আবুল হাসানাত আমিনী আবারও চেয়ারম্যান হয়েছেন। মহাসচিব পদে বহাল আছেন মুফতি ফয়জুল্লাহ। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এ ছাড়া দলীয় কর্মসূচি ও প্রস্তাবনা পেশ করেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

সভাপতির বক্তব্যে আবুল হাসানাত আমিনী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। একদিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। অন্যদিকে নিত্যপণ্যের উচ্চমূল্য, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। নতুন কমিটি ঘোষণা করেন মুফতি ফয়জুল্লাহ। ঘোষণায় জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটিতে নির্বাহী চেয়ারম্যান পদে আছেন মাওলানা আবদুর রশীদ মজুমদার। , ভাইস চেয়ারম্যানরা হলেন মাওলানা আনাস মাদানী, মাওলানা সলিমুল্লাহ, অধ্যাপক এহতেশাম সারোয়ার, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা শওকত হোসাইন সরকার, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ আবুল ফারাহ আমিনী, মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, মোবারকা ফয়েজ, তাসলিমা সুলতানা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর