মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিউইয়র্ক মাতালেন সাবিনা ইয়াসমিন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক মাতালেন সাবিনা ইয়াসমিন

নিউইয়র্কে হারানো দিনের জনপ্রিয় গানে সব বয়সী দর্শক-শ্রোতাকে  মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলা গানের কিংবদন্তি এই শিল্পীর গানের সময় পুরো অনুষ্ঠানজুড়ে ছিল পিনপতন নীরবতা। আর গানের শেষে ঝলসে উঠেছে তুমুল করতালি। গানের সাগরে ভাসিয়ে দেওয়ার এ আসর বসেছিল গত ১৫ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে। বিশ্ব বাঙালির আরাধ্য শিল্পী সাবিনা ইয়াসমিনের এই একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল  ‘পিজি গ্রুপ’। দেশের গান দিয়ে শুরু করে সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গানগুলো পরিবেশনের আগে গীতিকার, সুরকারের নামোল্লেখ করেন সাবিনা। এরই মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা অসুস্থ-তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সাবিনা মঞ্চে আসার আগে এ আয়োজনের মূল সংস্থা ‘পিজি গ্রুপ’র চেয়ারওম্যান শুভ্রা দত্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঙালিদের সবচেয়ে প্রিয় এই শিল্পীর আয়োজনকে সর্বাত্মকভাবে সাফলমন্ডিত করায়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর দেওয়া ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে শুরু করে একে একে সাবিনা গেয়েছেন ‘আমি   রজনীগন্ধ্যা ফুলের মত’ ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’ ‘শত জনমের স্বপ্ন তুমি আমার’ ইত্যাদি ডজন দুয়েক গান। সাবিনার এই কনসার্টের মিডিয়া পার্টনার ছিল ‘বাংলাদেশ প্রতিদিন’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর