মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
গোলটেবিল বৈঠকে বক্তারা

বায়ুমান উন্নয়নে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বায়ুমান ও জ্বালানি উন্নয়নে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। সৌর, বায়ু ও জল বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তিপ্রযুক্তির অন্যতম প্রধান সুবিধা হলো বায়ুমন্ডলে ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস ও বায়ুর দূষক নিঃসরণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর কনফারেন্স হলে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং বিআইপির যৌথ আয়োজনে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব বলেন। বিআইপির প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথি ছিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজউক বিল্ডিং প্ল্যানের নির্দেশনায় সোলার প্ল্যান বসানো বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে এ সোলারগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। লেড অ্যাসিডযুক্ত ব্যাটারি খোলা স্থানে ফেলে রাখার কারণে এটি দীর্ঘ সময়ে বায়ুকে দূষিত করে। এজন্য সরকারকে বায়ুদূষণ রোধে জরিমানাভিত্তিক আইন প্রয়োগ করতে হবে। বায়ুদূষণ রোধে ও জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তির কোনো বিকল্প নেই। নবায়নযোগ্য শক্তিকে ব্যবসায়ীদের কাছে পণ্য হিসেবে পৌঁছাতে পারলে এর প্রসার করা সম্ভব। সৌরশক্তির সম্ভাবনা কাজে লাগাতে হবে। পরিবেশ অধিদফতর ছাড়াও অন্য মন্ত্রণালয়গুলোকে পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে। ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে আগ্রহ দেখাতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর