মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঢাবিতে ছয়জন ইমেরিটাস অধ্যাপক নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য বিভিন্ন বিভাগের ছয়জন স্বনামধন্য অধ্যাপককে ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী গত রবিবার সিন্ডিকেট সভায় এ নিয়োগ প্রদান করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্তরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক মু. আবুল হাসেম খান এবং অংকন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুন নবী।

নিয়োগপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপকবৃন্দ নিজ একাডেমিক ক্ষেত্রসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে পরামর্শ প্রদান করবেন বলে সভায় আশা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া, সিন্ডিকেট সভায় ২৭ জন গবেষককে পিএইচডি, চারজনকে ডিবিএ এবং পনের জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর