মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবিতে কর্মচারীদের ধর্মঘট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা অবস্থান ধর্মঘট ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। গতকাল সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ ধর্মঘট শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত একটানা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, আমি ১১ বছর ধরে দৈনিক ৪০০ টাকা মজুরিভিত্তিতে কাজ করছি। বর্তমানে এ টাকা দিয়ে পরিবারের খরচ, ছেলেমেয়েদের পড়াশোনা করাতে কষ্ট হচ্ছে। আমরা চাই, আমাদের চাকরি স্থায়ী করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাত-দিন আমাদের এই ধর্মঘট চলবে।

জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এর আগে আমরণ অনশন কর্মসূচি পালন করলে প্রশাসন ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করার আশ্বাস দেন। অথচ এখন পর্যন্ত দুই-একজন ছাড়া কাউকে স্থায়ী করা হয়নি। প্রশাসন বাইরে থেকে নতুন কর্মচারী নিচ্ছে। আমাদের স্থায়ী না করলে আমরা এবার আরও কঠোর আন্দোলনে যাব।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর