মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বড় উত্থানের পরদিনই পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে বড় উত্থান হলেও গতকাল সবকটি সূচকের পতন হয়েছে শেয়ারবাজারে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯০০ কোটি টাকার ওপরে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির। আর ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৪ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার।

কোম্পানিটির ৭১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৬৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৯ কোটি ৫৭ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর