শিরোনাম
বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পাল্টা শোডাউন করবে খুলনা যুবলীগ

২০ জুলাই তারুণ্যের জয়যাত্রা, সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ১৭ জুলাই তারুণ্যের সমাবেশে খুলনায় বড় শোডাউন করে বিএনপি। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা খুলনা শহরে অলিগলিতে অবস্থান নেন। সেখান থেকে দুপুরের পর সমাবেশস্থলে জড়ো হন। বিশ্লেষকরা বলছেন, শহরের বিভিন্ন স্থানে ব্যানার পোস্টার নিয়ে দাঁড়িয়ে বিএনপি মূলত আন্দোলনে নিজেদের সক্ষমতার জানান দিতে চেয়েছে। এদিকে তারুণ্যের সমাবেশের পর তারুণ্যের জয়যাত্রা কর্মসূচিতে পাল্টা শোডাউনের প্রস্তুতি নিয়েছে খুলনা যুবলীগ। আগামীকাল ২০ জুলাই শিববাড়ী মোড়ে সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন।  বিভাগীয় এ সমাবেশে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। জানা যায়, এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি যুবলীগের সম্মেলনে ব্যাপক সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ঘটিয়ে চমক সৃষ্টি করে খুলনা যুবলীগ। ব্যানার ফেস্টুন তোরণে ছেয়ে যায় পুরো নগরী। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ ওই সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন। এবারও তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি ঘিরে একই ধরনের চমক দেখাতে চায় যুবলীগ। সমাবেশ সফল করতে জরুরি বর্ধিত সভা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা শুরু হয়েছে। নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ বলেন, খুলনায় সর্বশেষ বিএনপির প্রোগ্রামে নিজেরাই মারামারি করেছে। তারুণ্যের সমাবেশের নামে তারা মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একত্রিত করেছে। কিন্তু আমরা শান্তির পক্ষে সমবেত হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যুব সমাজের আস্থার জানান দিতে চাই।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ জানান, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অপপ্রচার চালাচ্ছে। এটাই এখন বিএনপির একমাত্র হাতিয়ার। বিএনপির এই অপপ্রচার ষড়যন্ত্র রুখতে ‘তারুণ্যের জয়যাত্রা’র মাধ্যমে দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।আর একইভাবে স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেন, আমরা সব তরুণের এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর