বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিলের দাবিতে বরিশালে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিলের দাবিতে বরিশালে পদযাত্রা

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিলের দাবিতে গতকাল বরিশালে পদযাত্রা -বাংলাদেশ প্রতিদিন

দক্ষিণাঞ্চলের মানুষকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল এবং অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্প ও আবাসিক পর্যায়ে গ্যাস সরবরাহের দাবিতে বরিশালে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন তারা। গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলে নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠন পদযাত্রার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বাংলাদেশ জাসদের জেলা সভাপতি শহীদুল ইসলাম মিরন প্রমুখ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নিপেন্দ্র নাথ বাড়ৈ, কাজী মিজানুর রহমান ও ক্রীড়াবিদ গাজী শফিউল ইসলাম দুলাল। সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালে বরিশালে এক সমাবেশে প্রধানমন্ত্রী ভোলার গ্যাস বরিশালে সরবরাহের ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার বরখেলাপ করে ২১ মে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড কোম্পানির সঙ্গে সরকারের ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ইন্ট্রাকো ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ময়মনসিংহের ভালুকা এবং গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করবে। ভোলার গ্যাস উদ্ধৃত থাকার কথা বলে এই চুক্তি করে সরকার। অথচ ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্প এবং আবাসিক পর্যায়ে এই গ্যাসের সংযোগ দেওয়া হয়নি। সমাবেশ শেষে অশ্বিনী কুমার হল চত্বর থেকে কাশীপুর বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে একটি পদযাত্রা করেন তারা। পরে একই দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর