বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নদীর পাশের জমি লিজের নথি হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

সাভারের বংশী নদীর পাশের জমি ইজারা দেওয়ার সব নথি তলব করেছেন হাই কোর্ট। আগামী ১ আগস্টের মধ্যে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এসব নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিল-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২০ জুন সাভারের বংশী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখল হয়ে যাওয়ায় তার ব্যাখ্যা দিতে ইউএনওকে তলব করেন হাই কোর্ট। আদালতের তলবে গতকাল হাজির হয়েছিলেন ইউএনও মাজহারুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর