শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সরব রংপুর আওয়ামী লীগ

এখান থেকেই আগামী নির্বাচনের প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সরব রংপুর আওয়ামী লীগ

আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বাদশ নির্বাচনের প্রচারণা শুরু হবে রংপুর থেকে।’ প্রধানমন্ত্রীর জনসমাবেশকে কেন্দ্র করে গতকাল বিকালে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভা। এতে চার মন্ত্রীসহ প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতা অংশ গ্রহণ করেন। সভায় বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থাকে ‘পা ভাঙ্গা বাঘ, আর খাঁচায় বন্দি সিংহ’ মন্তব্য করে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিগত দিনের মতো নির্বাচনের আগে বিএনপিকে শান্তিশৃঙ্খলা বিনষ্টসহ দেশের সমৃদ্ধিকে স্তব্ধ করার সুযোগ দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, সংবিধানকে বৃদ্ধাগুলি দেখিয়ে বিএনপির সংসদ বাতিলের দাবি সাংবিধানিক সংকট তৈরির অশুভ প্রচেষ্টা ছাড়া কিছু নয়। বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সম্মানিত অতিথি ছিলেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। এ ছাড়াও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীসহ রংপুর বিভাগের এমপিরা।

বিশেষ এই বর্ধিত সভায় রংপুর বিভাগের ৮ জেলা, উপজেলা, পৌরসভার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এর আগে সকালে ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে জিলা স্কুল মাঠ পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘২ আগস্ট রংপুর বিভাগের জনসভা হবে সর্ববৃহৎ জনসভা। সেই জনসভা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সভা শুরু হবে। জনসভাকে সমৃদ্ধ আর বিপুল জনগণের উপস্থিতি নিশ্চিতে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখিয়ে আছেন।’ এ সময় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপিসহ অন্য নেতারা সঙ্গে ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর